Ultimate magazine theme for WordPress.

শ্রীনগর ইউপি চেয়ারম্যানের শ্রেষ্ঠ সম্মাননা অর্জন

মুন্সীগঞ্জ প্রতিনিধি


স্থানীয় সরকার বিভাগের ২০১৯- ২০ অর্থবছরের দক্ষতা মূল্যায়নের জন্য শ্রীনগর উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ সর্বোচ্চ নম্বর প্রাপ্তিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক স্বীকৃতিস্বরূপ হাজী মোখলেসুর রহমানকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম্মাননা প্রদান করা হয়েছে।

তিনি মুন্সীগঞ্জ জেলার তৃতীয় এবং শ্রীনগর উপজেলার ইউনিয়ন পরিষদ প্রথম স্হান অর্জন করেন। আজ মঙ্গলবার বেলা ১১.৩০টায় জেলা সার্কিট হাউজে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর- সভাপতিত্বে জেলার বিভিন্ন ঊর্ধ্বতম কর্মকর্তাদের উপস্থিতিতে ক্রেস্ট ও সনদ প্রদনা করা হয়।

প্রসঙ্গত, গ্রাম আদালত পরিচালনা,অনলাইন জন্মনিবন্ধন ও বাল্যবিবাহ রোধ,সামাজিক নানান কাজে সাফল্যতার বিশেষ অবদানের জন্য এ স্বীকৃতিস্বরূপ হাজী মোখলেছুর রহমানকে সম্মানিত করা হয়। শ্রেষ্ঠ চেয়ারম্যান ভূষিত হওয়ায় চেয়ারম্যান বলেন,জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগনের সেবক হয়ে বেচে থাকতে চাই।এই আনন্দ আমার ইউনিয়নের সবার।

Leave A Reply

Your email address will not be published.