Ultimate magazine theme for WordPress.

ময়মনসিংহে গভীর রাতে পিকআপের ধাক্কায় নিহত ২

ময়মনসিংহ ব্যুরো


ময়মনসিংহের ভালুকায় পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র কর্মকর্তা আল মামুন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকার উদ্দেশে শেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মিনি পিকআপ ওই ট্রাকের পেছনের দিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ডুকে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ট্রাকের পেছন থেকে পিকআপটি বের করা হয়। এ সময় পিকআপের সামনের অংশ কেটে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও তার সঙ্গে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘গুরুতর আহত পিকআপের চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহত দুজনের পরিচয় জানা যায়নি।’

Leave A Reply

Your email address will not be published.