Ultimate magazine theme for WordPress.

ত্রিশালে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ময়মনসিংহ ব্যুরো


বুধবার সকালে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রনোদনা কর্মসূচীর আওতায় ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে।

অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ত্রিশালের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক এ.এন.এম শোভা মিয়া আকন্দ, পৌর আওয়ামিলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুকছেদুল আমীন, উপজেলা কৃষি অফিসার শোয়েব আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল, আওয়ামিলীগ নেতা নয়ন তালুকদার, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহাবুবুল আলম পারভেজ প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.