Ultimate magazine theme for WordPress.

ঝড়ের কবলে পড়ে ১৬ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা

ভোলা প্রতিনিধি


ভোলার মনপুরা উপজেলার মেঘনায় ঝড়ের কবলে পড়ে ১৬ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই। দুর্ঘটনাকবলিত ট্রলারসহ সবাইকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার দুপুরে উপজেলার চরপিয়াল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

উদ্ধারকৃত জেলেরা হলেন, ট্রলার মালিক আবু সাইদ গাজি (৪৫), মাঝি আরজু (৫০), জেলে আরিফ (২৮), সাগর (২৫), সিরাজ (৪০), আবুল বারী (৫০), আখতার বকশি (৩০), শরিফ (২৫), সোহেল (৫০), গফুর (৩০), জাকির (২৫), আলতাফ (২৫), আলাউদ্দিন (৩০), আল আমিন (৩০), সুফিয়ান (২০) ও নাসির (২৫)। তারা সকলেই মনপুরা উপজেলার বিভিন্ন গ্ৰামের বাসিন্দা।

মনপুরা ক্ষুদ্র জেলে ও মৎস্যজীবী সমিতির সভাপতি মো. নাছির জানান, মনপুরার হাজিরহাটের আবু সাইদ গাজীর একটি ট্রলার চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকার করছিলো। এ সময় হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। খবর পেয়ে চরমানিকা ও মনপুরার কোস্টগার্ডের দুটি দল স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারসহ ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট শাফকাত জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া ট্রলারের সকল জেলেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা জীবিত উদ্ধার করেছে। সূত্র : বিডি জার্নাল

Leave A Reply

Your email address will not be published.