Ultimate magazine theme for WordPress.

উল্টোপথে অটোরিকশা, পিকআপের ধাক্কায় নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি


নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কামতলা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশার সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে ২ শ্রমিক নিহত হয়েছেন। একইসঙ্গে তিন শ্রমিকসহ অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুুপুরে কামতলা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শফিকুল ও জাহিদ। আহতরা হলেন, আটোরিকশার চালক নূর হোসেন, খাইরুল ও অজ্ঞাত দুইজন। তারা কামতলা এলাকার টোটাল ফ্যাশনের শ্রমিক।

কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন হক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহসড়কের উল্টোপথ দিয়ে অটোরিকশায় ৫ জন শ্রমিককে নিয়ে টোটাল ফ্যাশনের সামনে যাচ্ছিল চালক। এ সময় ঢাকাগামী একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শ্রমিক ও চালক সকলেই আহত হন। আর পিকআপভ্যানটি পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শফিকুল ও জাহিদকে মৃত ঘোষণা করে। আহত খাইরুলের অবস্থাও গুরুতর।

ফাঁড়ির ইনচার্জ সুজন আরও বলেন, সহকর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে টোটাল ফ্যাশনের শ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ শুরু করে। তাদের মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়ার জন্য বুঝানো হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.